আমিরুল মোমেনিন যখন বসরায় পৌছলেন তখন একজন আরব তার কাছে এসে বললো, “আমি বসরার একটা দলের প্রতিনিধি হিসাবে আপনার ও জামালের লোকদের অবস্থান সম্পর্কে জানতে এসেছি।” আমিরুল মোমেনিন তাদের সাথে তার অবস্থানের বিষয় ব্যাখ্যা করে লোকটিকে বুঝিয়ে দিয়েছেন। এতে লোকটি বললো, “আপনি সত্য ও ন্যায় পথে আছেন।” আমিরুল মোমেনিন তাকে বায়াত গ্ৰহণ করতে বললেন। প্ৰত্যুত্তরে লোকটি বললো “আমি শুধুমাত্র একজন বার্তাবাহক হিসাবে এখানে এসেছি। আমার লোকদের কাছে ফিরে না যাওয়া পর্যন্ত এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না।” তার কথা শুনে আমিরুল মোমেনিন বললেনঃ তোমার পিছনে যেসব লোক রয়েছে তারা যদি তোমাকে তাদের জন্য একটা বৃষ্টি-বিধৌত এলাকা খুঁজে বের করতে প্রেরণ করে এবং তুমি তাদের কাছে ফিরে গিয়ে সবুজ-শ্যামলীমাপূর্ণ ও জলসমৃদ্ধ কোন জায়গার সংবাদ তাদের কাছে বলো এবং তারা যদি তোমার কথায় কর্ণপাত না করে শুষ্ক ও অনুর্বর ভূমির দিকে চলে যায়। তখন তুমি কী করবে? সে বললো, “আমি তাদেরকে ত্যাগ করে সবুজ-শ্যামল ও জলসমৃদ্ধ এলাকায় যাব।” আমিরুল মোমেনিন বললেন, “তাহলে বায়াতের জন্য তোমার হাত বাড়াও।” পরবর্তীকালে এ লোকটি বর্ণনা করেছিল, “আল্লাহর কসম, এরূপ সুস্পষ্ট যুক্তিপূর্ণ কথার পর আমি আমিরুল মোমেনিনের হাতে বায়াত গ্ৰহণ না করে থাকতে পারি নি।” এ লোকটি হলেন কুলায়েব আলযারামী ।