এ দুনিয়া সম্পর্কে হে লোকসকল, তোমরা এ পৃথিবীতে মৃত্যু-তীরের লক্ষ্যবস্তু। তোমাদের পানীয় বস্তুর প্রতিটি ঢোক ও খাদ্যের প্রতিটি গ্রাস শ্বাসরুদ্ধকর। এতে তোমরা একটা সুবিধা পরিত্যাগ করা ব্যতীত অন্য একটা সুবিধা পাও না এবং তোমাদের জীবন থেকে একটা দিন ঝরে না গেলে তোমরা বয়সে একটা দিনও এগিয়ে যেতে পার না। পূর্বে যা ছিল তা কমে যাওয়া ছাড়া তোমাদের খাদ্যে আর কিছুই যোগ হচ্ছে না। একটা চিহ্ন অদৃশ্য না হওয়া পর্যন্ত অন্যটি উপস্থিত হয় না। নতুন পুরাতন না হওয়া পর্যন্ত নতুন কিছু হয় না। শস্য কর্তন না করা পর্যন্ত নতুন শস্য জন্মায় না। সেই সব শিকড় চলে গেছে আমরা যাদের শাখা। মূল চলে গেলে শাখা কী করে থাকে? বিদা”ত সম্পর্কে একটি সুন্নাহকে বর্জন না করা পর্যন্ত একটা বিদা’ত প্রচলিত হয় না। সুতরাং বিদাত থেকে দূরে থাক এবং প্রশস্ত পথে চলো। নিশ্চয়ই, পুরাতন পরীক্ষিত পথ সর্বোত্তম এবং বিদা’ত মন্দ।