নিজের ইচ্ছার অকৃত্রিমতা সম্পর্কে কোন চিন্তা-ভাবনা’ ছাড়া তোমরা আমার বায়াত গ্রহণ কর নি এবং আমার ও তোমাদের অবস্থান এক নয়। আল্লাহর জন্য আমি তোমাদেরকে চাই কিন্তু তোমরা নিজেদের স্বার্থে আমাকে চাও। হে জনমন্ডলী, সকল কামনা-বাসনার উর্ধের্ব ওঠে আমাকে সমর্থন দাও। আল্লাহর কসম, আমি জালেম থেকে মজলুমের প্রতিশোধ নেব এবং নাকে দড়ি বেঁধে অত্যাচারীকে সত্যের ঝরনাধারার দিকে নিয়ে যাবে। যদিও সে সেদিকে যেতে অনিচ্ছুক।
১। সকিফাহর দিনে খলিফা আবু বকরের বায়াত গ্ৰহণ সম্পর্কে উমর ইবনে খাত্তাব যে উক্তি করেছিলেন আমিরুল মোমেনিন। এখানে তৎপ্রতি ইঙ্গিত দিয়েছেন। উমর বলেছিলেন, “আবু বকরের বায়াত গ্রহণ করা দারুণ ভুল হয়েছে; কোন চিন্তা-ভাবনা (ফালতাহ) ছাড়াই তা করা হয়েছিল, কিন্তু এরকম ভুল কাজের কুফল থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন। সুতরাং যদি কেউ এরকম ভুল করতে চায়। তবে তোমরা তাকে কতল করো।” (বুখারী’, ৮ম খন্ড, পৃঃ ২১১; হিশাম’, ৪র্থ খন্ড, পৃঃ ৩০৮-৩০৯; তাবারী’, ১ম খন্ড, পৃঃ ১৮২২; আহীর, ২য় খন্ড, পৃঃ ৩২৭; কাহীর”, ৫ম খন্ড, পৃঃ ২৪৫-২৪৬; হাম্বল”, ১ম খন্ড, পৃঃ ৫৫; হাদীদ*২, ২য় খন্ড, পৃঃ ২৩) ।