দৈনিক নামাযে পাঞ্জেগানার পূর্বে নামাযের সময় হইলে আযান দেওয়া সুন্নতে মোআক্কাদা কিন্তু অনেকের মতে জাহরি নামাযের পূর্বে আযান দেওয়া ওয়াজেব গণ্য। পাঞ্জেগানা নামায ব্যতীত অন্যান্য নামাযের পূর্বে আযান দেওয়ার প্রয়োজন নাই কিন্তু তদপরিবর্তে তিনবার ‘আসসালাত' বলা সুন্নত। জামাতের নামায হইলে আযান দেওয়া অতিশয় প্রয়োজনীয়, আর যদি জামাত না হইয়া একই স্থানে অনেকগুলি লোক পৃথক পৃথক (ফোরাদা) নামায পড়িতে চাহেন তবে একজনের আযানই যথেষ্ট হইবে। কোনও ব্যক্তি নিজ ঘরে বা অন্যত্র সময়ে বা অসময়ে নামায পড়িতে যদি প্রবৃত্তি হয় তবে তাহার আযান দেওয়া মোস্তাহাব। আযান বিনা ওজুতেও দেওয়া যায় তবে ওজুর সহিত আযান দেওয়া বাঞ্ছনীয়। আযান ধীরে ধীরে দিতে হয়।
আজানের নিয়ম
প্রথমে দরূদ সালাম পড়িয়া।
আল্লাহু আকবার ৪বার;
আশহাদু আল-লা ইলাহা ইল্লালাহ ২বার;
আশহাদু আন্না মোহাম্মাদার রাসূলুল্লাহ (সঃ) ২বার;
আশহাদু আন্না আমিরাল মোমেনিনা ওয়া ইমামাল মোত্তাকীনা আলিয়ান ওয়ালিয়োহে ওয়া ওয়াসিয়ে রাসূলুল্লাহে ওয়া খালিফাতাহু বেলা ফছল ২বার;
হাইয়া আলাস্ সালাহ (সালাত) ২বার;
হাইয়া আলাল ফালাহ ২বার;
হাইয়া আলা খায়রিল আমাল ২বার;
আল্লাহু আকবার ২বার;
লা ইলাহা ইল্লাল্লাহ ২বার।
আজানের পরে এক পা আগে বাড়িয়া বা দুই পায়ে ভর করিয়া বসিয়া। উভয় হস্ত উঠাইয়া মুখের বরাবর চীৎ করিয়া রাখিয়া নিম্নোক্ত দোয়া পড়িতে হয়ঃ
আযানের দোয়াঃ
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمٰنِ ٱلرَّحِيمِ
اَاللَّهمَّ اجْعَلْ قَلْبِىْ بَارًا وَّ عَمَلِىْ سَارًا وَّ عَيْشِىْ قَارًا وَّ رِزْقِىْ دَارًا وَّ اَوْلَادِىْ اَبْرَارًا وَجْعَلْ لِىْ عِنْدَ قَبْرِ نَبِيّكَ مُحَمَّدٍ (صَلَّى اللهُ عَلَيْهِ وَ آلِهِ وَسَلَّمَ) مٌسْتَقَرًّا وَّ قَرَارًا بِرَحْمَتِكَ يَا اَرْحَمَ الرَّاحِمِيْنَ
বিসমিল্লাহির রাহমানির রাহিম
উচ্চারণঃ আল্লাহোম্মাজ'আল ক্বালবি বাররাও ওয়া আয়শি কাররাও ওয়া আমলি সাররাও ওয়া রেজকি দাররাও ওয়া আওলাদি আবরারও ওয়াজ আলি-এনদা কাবরে নাবিয়েকা মোহাম্মদেন সাল্লাল্লাহো আলায়হে ওয়া আলেহি ওয়া সাল্লাম মোস্তাকাররাও ওয়া কারারান বে রাহমাতেকা ইয়া আর হামার রাহেমিন।
আল্লাহর নামে, যিনি সর্বদয়ালু, সর্বমমতাময়
অর্থঃ হে আল্লাহ, আমার অন্তরকে পূণ্যতা আদায়কারী আমার জীবন-যাপন আরামদায়ক ও আমলকে তোমার সন্তুষ্টি সৃষ্টিকারী ও আমার রিজিক অনেক বৃদ্ধি ও আমার সন্তানদের (সৎ পথে পরিচালিত কর) পূণ্যবান কর। ও আমার চিরস্থায়ী থাকার জায়গা নৰীয়ে আকরাম মোহাম্মদ সাল্লাল্লাহো আলায়হে ওয়া আলেহি ওয়া সাল্লাম এর কবরের অতি নিকটে আমার স্থান দয়া করিয়া দিও। হে দয়াময় সবচেয়ে অধিক দয়া প্রদানকারী।